ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতিসংঘ সংস্কার সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান

প্রকাশিত: ০৭:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘ সংস্কার সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান

বিডিনিউজ ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘হাই লেভেল মিটিং অন ইউএন রিফর্ম’ শীর্ষক এই সভা হয়। জাতিসংঘ সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের সভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটছে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা এখন নিউইয়র্কে। তিনি আগামী ২১ সেপ্টেম্বর দেশের পক্ষে তার বক্তব্য তুলে ধরবেন, যেখানে রোহিঙ্গা সঙ্কট আলোচিত হবে। সোমবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেয়ার কথা। এগুলো হলো ‘হাই লেভেল মিটিং অন দ্য প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এ্যান্ড এ্যাবিউজ’ এবং ‘হাই লেভেল ফলোআপ মিটিং অব গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক এ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’। ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় জাতিসংঘের সংস্কার-বিষয়ক আলোচনা সভায় যোগদান শেষে সভাকক্ষ থেকে বের হওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্য শেষ করে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি, সিএনএন ও আল-জাজিরাসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই কুশল বিনিময় সরাসরি সম্প্রচার করে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। রবিবার বিকেলে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের ‘মূল কারণগুলো’ তুলে ধরে তা নিরসনে বাংলাদেশের প্রস্তাব বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার পর সে দিনই জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনও করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে দেশে ফিরবেন তিনি।
×