ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি আরাকানে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশী বংশোদ্ভূত সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমার সরকার ও দেশটির সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইতোমধ্যে ব্রিটেনের ১৮০ জন এমপি মিয়ানমারকে চাপ দেয়ার পক্ষে তাদের মতামত দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমকেও নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে কথা বলা প্রয়োজন। মিয়ানমারে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, খ্রীস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন সফররত ব্রিটিশ এমপি ও দেশটির প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী। ওই সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হয়। ওই সময় রোহিঙ্গা সঙ্কট নিয়ে তোফায়েল আহমেদ বলেন, শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু সব সময় তাদের ভরণ-পোষণ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের নিজ ভূমি ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ব্রিটেন ৩০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া অন্যান্য দেশ থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ছে। পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্র ও জার্মানির পরই যুক্তরাজ্য। শুধু তাই নয়, ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পরও দেশটি রফতানিতে সব ধরনের শুল্ক ও কোটামুক্ত সুবিধা বহাল রেখেছে। এতে দেশের রফতানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া এবং পোশাক রফতানি ৬০ বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা পূরণে ব্রিটেনে আরও বেশি রফতানি হওয়া প্রয়োজন। আশা করছি ব্রিটেন সরকারের সহযোগিতায় দেশটিতে রফতানি আরও বাড়বে। রফতানি বাড়ানোর পাশাপাশি ব্রিটেনের বড় বিনিয়োগ প্রয়োজন। ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, মিয়ানমারের এ সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গাদের নিয়ে দেশটির সরকার ও সেনাবাহিনীর ভূমিকা গ্রহণযোগ্য নয়। তারা যা করছে তার জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তবে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা এ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নৈতিকতার জন্য প্রশংসিত হয়েছে। মানবিক কারণে তিন সপ্তাহের মধ্যে চার লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশে যুক্তরাজ্যের সহায়তা ও বিনিয়োগ বাড়বে বলে আশ্বাস দেন রুশনারা। লন্ডনের বেথনাল গ্রিন এ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির এমপি রুশনারা আলী বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে ঢাকা সফর করছেন। যুক্তরাজ্যের বিভিন্ন রেল কোম্পানির নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে সপ্তাহব্যাপী সফরে রবিবার ঢাকা এসেছেন তিনি। বৈঠকে রুশনারা ও তার প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে শক্তিশালী রেলওয়ে অবকাঠামো নির্মাণসহ রেল খাতের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
×