ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়া থেকে আরও ত্রাণ এসেছে

প্রকাশিত: ০৫:০৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ইন্দোনেশিয়া থেকে আরও ত্রাণ এসেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে সোমবার ত্রাণ বোঝাই আরও দুটি উড়োজাহাজ এসেছে। সোমবার সকালে উড়োজাহাজ দুটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে। এ নিয়ে মোট ৮ চালানে প্রায় ৭৭ মেট্রিক টন ত্রাণ প্রেরণ করেছে ইন্দোনেশিয়া সরকার। সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাবিুবর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে ইন্দোনেশিয়ার এ ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এছাড়া রয়েছে বিস্কুট, নারিকেল তেল ও বিভিন্ন তৈজসপত্র। এর আগে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইরান ১টি বিমানে ৪০টি টন, মরক্কো থেকে ১৪ টন এবং মালয়েশিয়া থেকে এসেছে ১২ টন ত্রাণ সামগ্রী। এসব ত্রাণ সামগ্রী চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হচ্ছে।
×