ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মান যথাযথ নয়

থাইল্যান্ড থেকে আনা ৩২ হাজার টন চাল গ্রহণ করছে না খাদ্য বিভাগ

প্রকাশিত: ০৫:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

থাইল্যান্ড থেকে আনা ৩২ হাজার টন চাল গ্রহণ করছে না খাদ্য বিভাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চুক্তি অনুযায়ী গুণগতমান যথাযথ না হওয়ায় থাইল্যান্ড থেকে আসা ৩২ হাজার মেট্রিক টন চাল গ্রহণ করছে না খাদ্য বিভাগ। ফলে চালবোঝাই জাহাজ দুটি ভাসছে বঙ্গোপসাগরে। বাংলাদেশে চালের সঙ্কট আঁচ করতে পেরে বিদেশী রফতানিকারকরা সুযোগ গ্রহণের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য দফতরের নিয়ন্ত্রক (পরিবহন ও সংরক্ষণ) জহিরুল ইসলাম জনকণ্ঠকে জানান, থাইল্যান্ড থেকে চালবোঝাই জাহাজ দুটি আসে গত ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চালগুলো আমদানি করা হচ্ছিল। দুই চালানে আসা এই ৩২ হাজার টন চালের নমুনা সংগ্রহ করে যথাযথ মানসম্পন্ন প্রমাণিত হয়নি। সে কারণে এগুলো খালাস না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য অধিদফতরের এ কর্মকর্তা জানান, চালগুলো নিম্নমান কিংবা খাদ্য অযোগ্য কোনটিই বলতে চাই না। তবে চুক্তির শর্ত অনুযাযী গুণগতমানের হওয়ার কথা ছিল তার ব্যত্যয় ঘটেছে। তাই আমরা এ চাল গ্রহণ করছি না। এদিকে, বাংলাদেশে বন্যা এবং দুর্যোগের কারণে চালের সঙ্কট সৃষ্টি হওয়ার খবরে বিভিন্ন দেশের রফতানিকারকরা সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। চালের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার করে নেয়ায় রফতানিকারকরা বুকিং মূল্য বাড়িয়ে দিয়েছে। এছাড়া যা-তা মানের চাল গছিয়ে দেয়ার কৌশলও নিয়েছে অসাধুরা। তবে সঙ্কটকে পুঁজি করে অসাধুদের ফায়দা হাসিলের চেষ্টা সফল হতে দেয়া হবে না। এ ব্যাপারে খাদ্য বিভাগ সজাগ রয়েছে। টেন্ডারের সঙ্গে গুণগতমানের মিল না পাওয়া গেলে আমদানিকৃত চালও বাতিল করে দেয়া হবে।
×