ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ লঙ্গরখানা খোলা হচ্ছে

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি নয় ॥ কাদের

প্রকাশিত: ০৫:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি নয় ॥ কাদের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যাতে কেউ রাজনীতির জল ঘোলা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সোমবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণবাহী যানবাহন চলাচল সহজতর করতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের কুতুপালং থেকে উখিয়া পর্যন্ত সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে। আমরা প্রতিবেশীসহ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে অটল। কারও উস্কানিমূলক তৎপরতায় আমরা কখনও যুক্ত হব না। বিরোধী রাজনৈতিক দল বিএনপি রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনার চাইতে তাদের নিয়ে রাজনীতিই বেশি করছে। সরকারী উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে সুষ্ঠু ত্রাণ বিতরণের সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়ার কাজও এগিয়ে চলেছে। তাদের পরিচয়পত্র দেয়া হবে। মন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গাদের মধ্যে খাবার সরবরাহে ৮টি লঙ্গরখানা খোলা হয়েছে জানিয়ে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের পাশে আছে সরকার ও তার দল আওয়ামী লীগ। পরে মন্ত্রী কুতুপালংয়ে সরকারীভাবে পরিচালিত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।
×