ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুমুর ভাল-মন্দ

প্রকাশিত: ০৫:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৭

চুমুর ভাল-মন্দ

ভালবাসা ও আদর প্রকাশের অন্যতম মাধ্যম চুমু বিনিময়। কোন শিশুকে যখন কারও কোলে তুলে দেয়া হয়, তখন তিনি চুমুর মাধ্যমেই তার আবেগ ও ভালবাসা প্রকাশ করতে চায়। চুমুর মাধ্যমেই প্রেম ও ভালবাসা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয়। বিদেশে চুমুর মাধ্যমেই প্রাথমিক কুশল বিনিময় হয়। যে চুমুর মাধ্যমে এত ভাব বিনিময় সম্পন্ন হয়, সে চুমু স্বাস্থ্যের জন্য কতটুকু ভাল বা মন্দ তা জানা সবার জন্য অতীব জরুরী। চুমুর ক্ষেত্রে সতর্কতা : * চুমুর সময় খেয়াল রাখতে হবে আপনি নিজে অসুস্থ কি না বা যার সঙ্গে চুমু বিনিময় করবেন তিনি অসুস্থ কি না? মুখের অভ্যন্তরে জটিল বা দীর্ঘমেয়াদী কোন রোগ আছে কি না অবশ্যই জেনে নিতে হবে। * কারও ঠোঁটে ও মুখে যদি খারাপ ধরনের আলসার, কোল্ড সোর, গোটা থাকলে চুমু না দেয়া বুদ্ধিমানের কাজ। * চুমু গ্রহণকারী ও প্রদানকারী উভয়ের মুখের ও ঠোঁটের যত্ন নিতে হবে। * ওরাল সেক্সে যারা অভ্যন্ত তাদের অবশ্যই বিশেষ পদ্ধতি ও সতর্কতা অবলম্বন করতে হবে চুমু দেয়ার ক্ষেত্রে।
×