ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গারা জিয়ার আমলে এসে বেগম জিয়ার আশ্রয় প্রশ্রয়ে থিতু

প্রকাশিত: ০৫:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গারা জিয়ার আমলে এসে বেগম জিয়ার আশ্রয় প্রশ্রয়ে থিতু

শংকর কুমার দে ॥ বাংলাদেশে রোহিঙ্গাদের আসার সুযোগ করে দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমান। আর বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিয়ার স্ত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর রোহিঙ্গাদের বাংলাদেশে আসার পর জঙ্গীগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক যুদ্ধাপরাধীর দল জামায়াত। এরই ধারাবাহিকতার জের এখন টানতে হচ্ছে ১৪ দলীয় জোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১৬ থেকে ’১৭ সাল পর্যন্ত ২ বছরে মিয়ানমার থেকে আগত কয়েক হাজার নৌকাবোঝাই রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে ফেরত পাঠায়। রোহিঙ্গা ইস্যুতে এই ধরনের প্রতিবেদন তৈরি করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এখন রোহিঙ্গার বিষয়টি নিয়ে আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্ভাব্য পরিণতি নজরদারিসহ বহুমুখী কাজ করছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা প্রথম আগমন ঘটে ১৯৭৮ সালে। তখন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান পরবর্তীতে প্রেসিডেন্ট হওয়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়ার শাসনামলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোন উদ্যোগই গ্রহণ করা হয়নি। বরং তখন তাদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হয়। সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্টে এএইচএম এরশাদের আমলে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন জেলায় এসে বসবাস এমনকি বিয়ে করে নাগরিকত্ব নিয়ে পাসপোর্ট তৈরি করে দেশ-বিদেশে ভ্রমণ সুযোগ গ্রহণ করে। এরশাদ সরকারের পতনের পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে ১৯৯২ সালে রোহিঙ্গাদের আবারও ব্যাপক হারে আগমন ঘটে। এরশাদ সরকারের মতোই বেগম জিয়ার সরকারও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোন সফল উদ্যোগ গ্রহণই করেনি। বেগম জিয়ার সরকারের সময়ে ১৯৯৫ সাল থেকে মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন বন্ধ করে দেয়। কিন্তু বিএনপি সরকার মিয়ানমারের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করেনি। ফলে সে সময়ই বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় চার লাখেরও বেশি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর রোহিঙ্গারা বাংলাদেশে এসে বিয়ে-শাদি, নাগরিকত্বসহ নানা সুযোগ-সুবিধা নিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা বিভিন্ন ক্যাম্পে জঙ্গী প্রশিক্ষণ নিতে শুরু করে। বিএনপির কক্সবাজার এলাকার সাবেক সংসদ সদস্য শাহজাহান ও তার ভাই উপজেলা জামায়াত নেতা শাহজালালের বোনকে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ সেলিম উল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছে। ওই সেলিমউল্লাহ ২০০৪ সালের একুশে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার অন্যতম প্রধান আসামি হুজি নেতা মুফতি হান্নান, হামলায় অংশ নেয়া আবু জান্দাল, ভারতের তিহার জেলে বন্দী দুই সহোদর জঙ্গী মুরসালিন ও মুত্তাকিনকে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দিয়েছিলেন সেলিম উল্লাহ বর্তমানে জাপানে। তবে বিভিন্ন সময়ে জঙ্গী সংগঠনের সঙ্গে রোহিঙ্গাদের আগাগোড়াই যোগাযোগ ছিল, যা এখনও অব্যাহত আছে। সেই সঙ্গে রোহিঙ্গাদের জঙ্গীবাদে জড়িত করার বিষয়টি তদারকি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার যখন মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের কাছে আকুল আবেদন জানাচ্ছেন তখন লন্ডনে বসে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আবারও রোহিঙ্গাদের আশ্রয়দানের জন্য অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পক্ষে এ বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে গত বছর ২০১৬ সালে মিয়ানমার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে তখন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমার রাজি হয়। মিয়ানমার তখন তার দেশ থেকে গত বছরের ২০১৬ সালের অক্টোবরের ৯ তারিখের পরে যে ৬৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের ফেরত নিতে রাজি হয়। কিন্তু ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশে আশ্রিত ৪ লাখ রোহিঙ্গাকেই ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ একটি টেকসই প্রত্যাবাসন কর্মকৌশলও চায়। এর ফলে যারা ফেরত যাবে, তারা যেন আর ফিরে আসতে না পারে। তার উল্লেখ রয়েছে রোহিঙ্গারা রাখাইন রাজ্যে রাজ্যে যেন সম্মানের জীবনযাপন করতে পারে। তা বলা হয়। কিন্তু গত ২৫ আগস্ট হঠাৎ করেই আরাকানের পুলিশ তল্লাশি চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে একটি সংগঠন হামলা চালায়। এ হামলার পরে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন শুরু করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে একটি সংগঠন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। একদিকে রোহিঙ্গাদের স্বাধীন আরকানে রাখাইন রাজ্য গঠন করার স্বপ্ন দেখানো হয়েছে, অপরদিকে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশের ভূখ-ে ঠেলে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা যাতে ছড়িয়ে-ছিটিয়ে না পড়তে পারে এবং তাদের শরণার্থী ক্যাম্পে রেখে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকারে পরিণত হয়ে প্রাণে বাঁচার জন্য আগত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয়দানের মানবতার বিষয়টি নিয়েও বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোট রাজনীতি শুরু করেছে। প্রসঙ্গত, জাতিগত দাঙ্গাসহ নানা নির্যাতনের কারণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৮ সাল থেকে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে বসবাস করা করলেও গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগ আনা হয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিরুদ্ধে। এরপর থেকেই সেখানে সেনাবাহিনী ব্যাপক মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে। নিপীড়নের মাত্রা এতটাই মারাত্মক যে, রোহিঙ্গারা নিজ দেশ ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
×