ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই বছর গাড়ি চালাতে পারবেন না রুনি

প্রকাশিত: ০৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

দুই বছর গাড়ি চালাতে পারবেন না রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেতেই হচ্ছে ওয়েন রুনিকে। ইংল্যান্ডের একটি আদালত সোমবার এভারটন ফরোয়ার্ডকে দুই বছরের জন্য ড্রাইভিংয়ে নিষিদ্ধ করেছে। ৩১ বছর বয়সী রুনি আদালতে হাজির হয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করেন। এরপর আগামী দুই বছর রুনি গাড়ি চালাতে পারবেন না বলে আদালত নির্দেশ দেয়। একই ঘটনায় রুনিকে ১৭০ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। পাশাপাশি বিনা পারিশ্রমিকে ১০০ ঘণ্টা সমাজ সেবামূলক কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। চলতি মাসের ১ তারিখে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশ রুনিকে আটক করে। পরে আদালত থেকে জামিনে বের হন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক। গত মাসে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। শাস্তি পাওয়ার আগের রাতে ওল্ডট্রাফোর্ডে প্রত্যাবর্তনে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হার মানে রুনির এভারটন। রুনির আইনজীবী জানিয়েছে, তার ক্লায়েন্ট বিচারকের কাছে লিখিত চিঠিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন। একইসঙ্গে এটির মাধ্যমে তিনি নিজেকে, পরিবার এবং সমর্থকদের কষ্ট দিয়েছেন বলে উল্লেখ করেন। এভারটনের হয়েই ক্যারিয়ার শুরু করেন রুনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ১৩ বছর কাটিয়ে নতুন মৌসুম শুরুর আগে শৈশবের ক্লাব এভারটনে ফিরেছে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ইউসিসিসি স্ট্যান্ডার্ড রেটিং দাবা শুরু স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে রবিবার থেকে শুরু হয়েছে ‘ইউসিসিসি স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা’। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ১৫ দাবাড়ু নিজ নিজ খেলায় জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাংগঠনিক সম্পাদক করিম হাসান খান, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা কবি আনোয়ার মজিদ, একুশে হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান শাহনেওয়াজ এবং চেস প্লেয়ার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশের দফতর সম্পাদক রাহী মাসুম।
×