ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে আগামী ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট।’ এতে অংশ নেবে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এ উপলক্ষে বাংলাদেশ কাবাডি দল আজ মঙ্গলবার সকালে নেপালের উদ্দেশে বিমানযোগে রওনা হচ্ছে। বাংলাদেশ দলের ক্লোদিং স্পন্সর ভাসাভি। জার্সি স্পন্সর এ্যাডটার্চ স্পোর্টস এ্যান্ড ইভেন্টস। দলের প্রস্তুতি শুরু হয় (অনাবাসিক) ২২ খেলোয়াড়কে নিয়ে গত ১০ আগস্ট থেকে। ২৪ আগস্ট থেকে শুরু হয় আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ৪০ দিনের ক্যাম্পে চূড়ান্ত পর্যায়ে ১২ খেলোয়াড়কে বেছে নেয়া হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- মাসুদ করিম (অধিনায়ক), রুহুল আমিন, মোঃ ফেরদৌস, আরিফ রাব্বানী, তুহিন তরফদার, মোমিন ম-ল, তৌহিদুল ইসলাম, রুমানুজ্জামান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, সবুজ মিয়া এবং তানজিল হোসেন। কোচ : আব্দুল জলিল, টেকনিক্যাল অফিসিয়াল : এনামুল হক এবং ম্যানেজার : মোশাররফ হোসেন। নেপাল যাওয়ার আগে সোমবার এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলেনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর, সে উদ্দেশ্যেই বাংলাদেশ কাবাডি দল নেপালে খেলতে যাচ্ছে। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ভাল করার প্রস্তুতি এ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ কোচ আব্দুল জলিল বলেন, ‘দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনের বাইরে রয়েছে কাবাডি দল। এর মাঝে নেপালের এ টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের চাঙ্গা করে তুলবে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এ টুর্নামেন্টে। আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যাচ্ছি।’ অধিনায়ক মাসুদ করিম বলেন, ‘আমরা ভাল প্রস্তুতি নিয়ে নেপাল যাচ্ছি। দলের সবাই দেশের জন্য সেরা নৈপুণ্য প্রদর্শনে দৃঢ়প্রত্যয়ী।’
×