ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চেলসি-আর্সেনালের মহারণ ড্র

প্রকাশিত: ০৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

চেলসি-আর্সেনালের মহারণ ড্র

ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ওয়েন রুনির এভারটন স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হলো চেলসিÑআর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ। শেষদিকে ডেভিড লুইজের সরাসরি লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এর ফলেই ম্যাচে ছড়ায় উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। বল দখলের লড়াইয়ে লন্ডনের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের পজিশন ছিল সমানে সমান। প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ নষ্ট করে। প্রথমার্ধে স্বাগতিক চেলসির তুলনায় এগিয়ে ছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। এ্যারন রামসির শট লাগে পোস্টে। ফিরতি বল পেয়ে এত কাছ থেকেও ফিনিশিং টানতে না পারার হতাশায় ডোবেন ফরাসী স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত। ফলে লিড নিতে ব্যর্থ হয় গানাররা। একক প্রচেষ্টায় স্বাগতিকদের এগিয়ে দেয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন পেদ্রো রদ্রিগেজ। সাবেক বার্সা ফরোয়ার্ডকে নিরাশ করেন চেলসিরই সাবেক অভিজ্ঞ গোলরক্ষক পিওতর চেক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উত্তেজনায় তুলনামূলক ঘাটতি ছিল বটে। দুই দলের দুই তারকা ইডেন হ্যাজার্ড ও এ্যালেক্সিস সানচেজ বদলি হিসেবে নামলেও ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সিড কোলাসিন্যাককে আক্রমণাত্মক ট্যাকল করেন চেলসির সেন্টারব্যাক ডেভিড লুইজ। যে কারণেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। শেষ সময়টায় একজন কম নিয়েই খেলতে হয় ব্লুজদের। এদিকে ভবিষ্যতে ঠিকই একদিন ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসবেন ওয়েইন রুনি, ঠিক এমন আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবটির কোচ জোশে মরিনহো। আর সেদিন ওল্ড ট্র্যাফোর্ডের সমর্থকরা রুনিকে উষ্ণ অভ্যর্থনা জানালে একটুও অবাক হবেন না স্পেশাল ওয়ান। রবিবার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লীগের ম্যাচের মাধ্যমে এভারটনের জার্সি গায়ে প্রথমবারের মতো নিজের পুরনো ক্লাবের মাঠে ফিরে এসেছিলেন ৩১ বছর বয়সী ইংলিশ তারকা রুনি। জুলাইয়ে ছেলেবেলার ক্লাব এভারটনে যোগ দেয়ার আগে এই ক্লাবেই তিনি ক্যারিয়ারের সফলতম ১৩ বছর কাটিয়েছেন। সেজন্য ইউনাইটেডই হয়ে উঠেছে রুনির ঘরের ক্লাব। ম্যাচটিতে ইউনাইটেড ৪-০ গোলে জয়ী হয়। রুনি খেলেছেন ৮২ মিনিট পর্যন্ত। ওই সময় পর্যন্ত ইউনাইটেড মাত্র ১-০ গোলে এগিয়ে ছিল। এন্তনিও ভ্যালেন্সিয়ার গোলে ৪ মিনিটে এগিয়ে যাওয়া স্বাগতিকরা শেষ আট মিনিটে হেনরিক মেখিটারিয়ান, রোমেলু লুকাকু ও এ্যান্থনি মার্শালের গোলে এভারটনের জালে আরও তিন গোল দিয়েছে।
×