ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধ্যাপক আরেফিন সিদ্দিককে শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা

প্রকাশিত: ০৪:১৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

অধ্যাপক আরেফিন সিদ্দিককে শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদের ২২৯ নম্বর কক্ষে বসলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সোমবার বিকেল সাড়ে তিনটায় ২২৯ নং কক্ষে আসেন তিনি। এ সময় অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অধ্যাপক আরেফিন সিদ্দিক। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদ, প্রভাষক আসাদুজ্জামান কাজলসহ আরও অনেক শিক্ষক-শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাত বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় উপ-প্রধান ড. ঝাং ঝিহুয়ার নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। সোমবার উপাচার্য কার্যালয়ে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. তাও লি ড. জিংজিং ঝেং এবং ড. ঝানচেং ওয়াং। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা বাংলাদেশের সমুদ্র সম্পদ এবং সমুদ্র বিজ্ঞানবিষয়ক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
×