ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোটের আগে সংসদ ভেঙ্গে দেয়াসহ ন্যাপের ২১ সুপারিশ

প্রকাশিত: ০৪:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ভোটের আগে সংসদ ভেঙ্গে দেয়াসহ ন্যাপের ২১ সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে সোমবার আরও দুটি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) পক্ষ থেকে আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া এবং সহায়ক সরকারের দাবিসহ মোট ২১ দফা সুপারিশ করা হয়েছে। অপরদিকে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) পক্ষ থেকে ‘না’ ভোটের বিধান চালু করা এবং নির্বাচনে কেন্দ্রভিক্তিক সেনাবাহিনী মোতায়েনসহ ১৭ দফা প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক সংলাপে তারা এসব সুপারিশমালা তুলে ধরে। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইসির সঙ্গে এ সংলাপে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ নাপের সংলাপ। এতে দলটির চেয়ারম্যান কাজী জেবেল রহমান এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় পিডিপির সঙ্গে সংলাপ। সকালে ইসির সঙ্গে সংলাপ শেষে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আর একটি সংসদ বহাল থাকাবস্থায় আরেকটি সংসদ নির্বাচন হলে সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার ফলে সেনাবাহিনীই হচ্ছে সর্বশেষ জনগণের আস্থার জায়গা- উল্লেখ করেন তিনি। সোমবার ইসির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪ আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত ১৪টি দলের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার বেলা ১১টায় গণফ্রন্ট, বিকেল তিনটায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেল তিনটায় ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন।
×