ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউইয়র্ক এ্যামাজনের প্রধান কার্যালয় চায়

প্রকাশিত: ০৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউইয়র্ক এ্যামাজনের প্রধান কার্যালয় চায়

ই-কমার্স জায়ান্ট এ্যামাজনের প্রধান কার্যালয় নিজেদের শহরে চায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সম্প্রতি প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক শহর বিশ্বাস করে এটি কয়েকটি কারণে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী, এর মধ্যে বড় পরিসরে উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মীবৈচিত্র্য আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় রাখার আগের রেকর্ড রয়েছে। এই শহরে থাকা গুগলের প্রধান কার্যালয়ে বর্তমানে পাঁচ হাজার কর্মী কাজ করছেন, যা সিলিকন ভ্যালির বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি কর্মী সংখ্যার কার্যালয়। শহর কর্তৃপক্ষ সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা, মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ প্রস্তাব নিয়ে ধারণা ও তথ্য চায়, উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। এ্যামাজন বলেছে, তারা তাদের নতুন প্রধান কার্যালয় চালু ও পরিচালনা করতে পাঁচশ’ কোটি ডলার বিনিয়োগ করবে। সেই সঙ্গে এই কার্যালয়ে ৫০ হাজার কর্মীর কর্মসংস্থান করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×