ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনবিআরের ৫ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

এনবিআরের ৫ কর্মকর্তাকে বদলি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার এনবিআরের পৃথক দুটি আদেশে তাদের বদলি করা হয়। এক আদেশের তথ্য অনুযায়ী, এনবিআরের গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অতিরিক্ত মহাপরিচালক আশরাফুল ইসলামকে খুলনা মংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বেগম তাসমিনা হোসেন লুনাকে বদলি করা হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পশ্চিম) অতিরিক্ত কমিশনার হিসেবে। এছাড়া অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মোঃ মুরাদকে পাঠানো হয়েছে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসে। আরেক আদেশে এনবিআরের দ্বিতীয় সচিব (প্রশাসন) মোহাম্মদ বারিউল করিম খানকে দেয়া হয়েছে বোর্ড প্রশাসন-৩ এ। বোর্ড প্রশাসন-৩ এর দ্বিতীয় সচিব মোস্তফা কামালকে বদলি করা হয়েছে বোর্ড প্রশাসন-৫ এ। এনবিআরের ওই আদেশে বলা হয়েছে, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও জনকল্যাণে রাজস্ব আহরণের লক্ষ্যে তাদের বদলি করা হয়েছে।
×