ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় নতুন পাটের বাজারে বিরূপ প্রভাব

প্রকাশিত: ০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মাগুরায় নতুন পাটের বাজারে বিরূপ প্রভাব

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরার নতুন পাটের দাম কম হওয়ায় কৃষক বিপাকে পড়েছে। বর্তমানে প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে পাট বিক্রি করে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। অন্যদিকে পাট ব্যবসায়ীদের সাড়ে ১০ কোটি টাকা বকেয়া থাকায় পুঁজি সঙ্কট দিয়েছে। ফলে নতুন পাটের দামে বিরূপ প্রভাব পড়েছে। জানা গেছে, চলতি জেলার চারটি উপজেলায় ২৮ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। বর্তমানে পাট কেটে জাগ দেয়া, ধোয়া ও শুকানোর কাজ চলছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভাল হয়েছে। পাটের রং ও মান ভাল হয়েছে। তবে নতুন পাটের দাম কম হওয়ায় কৃষক বিপাকে পড়েছে। বর্তমানে প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে পাট বিক্রি করে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। জেলার বৃহৎ পাটের বাজার মাগুরা নতুন বাজারের ব্যবসায়ীদের গত বছরের পাটের মূল্য বাবদ কাছে ২ কোটি টাকা ৫ লাখ টাকা এবং এ বছরের ১৫ হাজার মণ পাট দেয়া বাবদ আড়াই কোটি মোট ৪ কোটি টাকা ৫৫ লাখ টাকা বকেয়া রয়েছে। মাগুরা দুই ব্যবসায়ী বলাই সাহা ও আজিজুল হাসান নতুন বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে ৬ কোটি টাকার পাট ক্রয় করে সিপার খুলনার দৌলতপুরের ম-ল এ্যান্ড কোম্পানির কাছে গত বছর বিক্রি করলেও ব্যবসায়ীদের ৬ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে দীর্ঘ এক বছর। এই ৬ কোটি টাকা কবে পাবেন ব্যবসায়ীরা জানেন না। সাড়ে ১০ কোটি টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীদের পুঁজি সঙ্কটের কারণে পাটের বাজারে বিরূপ প্রভাব পড়েছে।
×