ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দর কমেছে ৫৭ ভাগ কোম্পানির

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৬ শতাংশ লেনদেন বেড়েছে। অনদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। উভয় বাজারেই দর বৃদ্ধি ও চাহিদার শীর্ষে ছিল ব্যাংক খাতের কোম্পানিগুলো। এই খাতটির প্রতি বিনিয়োগকাীদের পৃথক চাহিদা দেখা গেছে। এছাড়া অন্যান্য খাতের শেয়ারগুলোতে বিক্রির চাপ বেশি ছিল। বাজারে তালিকাভুক্ত ৫৭ ভাগ কোম্পানির দর হারানোর পরও মূলত ব্যাংক খাতের দর বাড়ার কারণে সূচকের বড় পতন ঘটেনি। নইলে সূচকের পতনও আরও বাড়তো। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেন বৃদ্ধির দিনে ডিএসইর লেনদেনের সেরা ২০ কোম্পানির মধ্যে ১৬টিই ছিল ব্যাংক খাতের। অন্যান্য খাতের মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট, প্রকৌশল খাতের ইফাদ অটো ও আর্থিক খাতের লঙ্কাবাংল এবং ফাস ফাইন্যান্স ছিল। এছাড়া দরবৃদ্ধির তালিকাতেও ছিল ব্যাংকের প্রাধান্য। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১, কমেছে ১৯০ এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ সাফকো স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ম্যারিকো, ফার্স্ট ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম টেক্স ও উত্তরা ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্রগ্রেসিভ লাইফ, স্ট্যান্ডার্ড সিরামিক, শাশা ডেনিম, ন্যাশনাল হাউজিং, মুন্নু সিরামিক, মেঘনা সিমেন্ট, মুন্নু স্টাফলার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিডি অটোকার ও হাক্কানি পাল্প। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯, কমেছে ১৪৪ এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
×