ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুড়পুকুর মেলা শুরু

প্রকাশিত: ০৩:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

গুড়পুকুর মেলা শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রায় তিন শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর অডিটরিয়ামে জেলা প্রাশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তিনশত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসনকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান। এবারের এ মেলায় দুই শতাধিক স্টল স্থান পেয়েছে। বাল্যবিয়ে রোধে সংলাপ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ সেপ্টেম্বর ॥ বাল্যবিয়ে রোধে যুবক ও সাংবাদিকদের সংলাপ সোমবার সকালে রংপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। গালর্স এ্যাডভোকেসি এলায়েন্স (জিএএ) প্রোজেক্টের ব্যবস্থাপনায় এই সংলাপের আয়োজন করে রংপুর প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি সদরুল আলম দুলুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, রংপুর বিভাগীয় জাতীয় আইনজীবী সমিতির সমন্বয়ক কোহিনুর বেগম, গালর্স এ্যাডভোকেসি এলায়েন্স প্রোজেক্টের বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রশীদ বাবু প্রমুখ। বক্তারা বলেন, ৪০ শতাংশ মানুষ বাল্যবিয়ে সমর্থন করেন। ১০ শতাংশ অপ্রাপ্ত বয়স্করা নিজেরাই বিয়েতে রাজি থাকে। এতে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।
×