ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে এনামুল চৌধুরী গ্রুপের লোকজনের ওপর হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে যুবলীগ নেতা আক্তার হাওলাদারের লোকজন। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। এ সময় একটি দোকানসহ ৪টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত খালেক চৌকিদারের স্ত্রী কমেলা বেগম জানান, রাস্তি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল চৌধুরীর সঙ্গে যুবলীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর আক্তার হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে আক্তার হাওলাদারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানিফ চৌকিদারের বসতঘরসহ ৩টি ঘর ও আরিফ চৌকিদারের মুদি দোকানে আগুন দেয়। এ সময় মিরাজ হাওলাদারের বসতঘর ভাংচুর করা হয়। অস্ত্রধারীদের আঘাতে মালেক হাওলাদার, পারভেজ হাওলাদার, রাজিব হাওলাদার, মিরাজ হাওলাদারের স্ত্রী খুরশিদা বেগম, শাওন হাওলাদারের স্ত্রী আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×