ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৩:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় সৈয়দপুরে তিনজন ও কিশোরীগঞ্জে একজনসহ চার জন ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার ভোর রাতে ও সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সৈয়দপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ নামকস্থানে পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। রাত প্রায় পৌনে দুটার দিকে অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটির পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই খাদের মধ্যে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। নিহতরা হলো বিকল হওয়া ট্রাকের চালক দুলাল হোসেন (৪৫) ও হেলপার আতিকুল ইসলাম (২১) এবং অপর ট্রাকের হেলপার নাজমুল ইসলাম (১৮)। অপর দিকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরীগঞ্জ- ভিন্নজগত সড়কের পাড়েরহাট নামকস্থানে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মশিউর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মশিউর রহমান জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ির শহিদুল ইসলামের ছেলে। কক্সবাজারে বাইক আরোহী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাফর আলম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও অপর দুই ব্যক্তি আহত হয়েছে। তিনি টেকনাফের বাহারছড়া শামলাপুর নয়াপাড়া এলাকার ফজলুল হকের পুত্র। রবিবার রাতে কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভের মনখালী ব্রিজে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জে লাইনম্যান স্টাফ রিপোর্টর, মুন্সীগঞ্জ থেকে জানান, শিমুলিয়া ঘাটে বাস চাপায় সার্বিক পরিবহনের লাইনম্যান ওসমান আলী (৬৫) নিহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে শিমুলিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে একটি কাভার্ডভ্যান ও পরিবহনের মাঝে পড়ে চাপ খেয়ে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিবহনের লাইনম্যান ওসমান আলী (৬৫) নিহত হয়েছে। সাতক্ষীরায় বাইক চালক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায়-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে দেবহাটার উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলবুল (২২)। এ ঘটনায় হামিদুর রহমান নামে একজন আহত হয়েছেন।
×