ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে মা সমাবেশ

প্রকাশিত: ০৩:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে মা সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল দশটায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল দাসের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। আদিবাসীদের কারাম পূজা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বর ॥ বর্ষায় খাল-বিল, নদী-নালায় পূর্ণতা আসে। গাঢ় সবুজ রং নিয়ে প্রকৃতিতে আসে তারুণ্য। খাল-বিলে ফুটে শাপলা-শালুক। ধান লাগানোর পর আদিবাসী সম্প্রদায়ের অফুরন্ত অবসর। ঠিক সেই ভাদ্র মাসে আসে ওঁরাও সম্প্রদায়ের অন্যতম বার্ষিক উৎসব ‘কারাম’ পূজা। এই উৎসবে ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতী নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠে। কামনা-বাসনা করে আর চেষ্টা করে একটু ভালবাসার।বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এই পূজা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী।
×