ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০ বছর ধরে সেতু আছে সড়ক নেই

প্রকাশিত: ০৩:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

৩০ বছর ধরে সেতু আছে সড়ক নেই

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার আমসারা খালের ওপর নির্মিত সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় জনদুর্ভোগ বাড়ছে। সেতুটি ৩০ বছর আগে নির্মাণ করা হলেও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ১৯৮৭ সালে ভয়াবহ বন্যায় সেতুটির দু’পারের সড়ক খালে বিলীন হয়ে যায়। পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নের জাবরহাট-বোচাগঞ্জ সংযোগ সড়কের ওপর নির্মিত এই সেতু অকেজো থাকায় দুই উপজেলার মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এ ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, বর্ষায় কোমর পানি পাড়ি দিতে হয়। এলাকাবাসী এটা মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। সব সময় প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবে কোন কাজ হয়নি। ওই ইউনিয়নের শিক্ষক সলেমান আলী জানান, সড়কটি মেরামত না করায় ছেলে-মেয়েদের বর্ষায় অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয় এবং সেতুটির দুপাশে সড়ক নির্মাণ না হওয়ায় দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বনানী সিটি ক্যাম্পাস এখন উত্তরায় ১৪ সেপ্টেম্বর বনানী সিটি ক্যাম্পাস থেকে উত্তরা স্থায়ী ক্যাম্পাসে প্রাথমিক পর্যায়ে আইন বিভাগ স্থানান্তর শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মোঃ সেকুল ইসলাম আইন বিভাগের উদ্বোধনী ক্লাস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, ডেপুটি রেজিস্ট্রার নেহাল হোসাইনসহ বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। গত ১২ সেপ্টেম্বর বনানী সিটি ক্যাম্পাস থেকে প্রাথমিক পর্যায়ে আইন বিভাগ উত্তরা স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে আইন বিভাগের ছাত্র-শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
×