ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ কুয়েট শিক্ষকের বহিষ্কার দাবি

প্রকাশিত: ০৩:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ কুয়েট শিক্ষকের বহিষ্কার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও স্বাধীনতাবিরোধী কথা বলার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ড. রাফিজুল ইসলামকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সোমবার সকাল ৯টায় ক্লাস ও ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচী শুরু করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে যান বলে জানা গেছে। জানা গেছে, কুয়েটের খানজাহান আলী হলের প্রভোস্ট পুরকৌশল বিভাগের শিক্ষক ড. রাফিজুল ইসলাম গত বুধবার হল কমিটির সভায় জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এ সময় উপস্থিত হল কমিটির সদস্যরা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করেন। প্রভোস্ট হিসেবে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে দায়িত্ব পালনকালে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির হিসাব চান তারা। তিনি এর কোন জবাব না দিয়ে হলের প্যাডে পদত্যাগপত্র লিখে প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেন। অন্দোলনকারীদের দাবি, শুধু প্রভোস্টের পদ থেকে পদত্যাগ নয়, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী এ শিক্ষককে কুয়েট থেকে বহিষ্কার করতে হবে। এ দাবিতে তারা সকাল ৯টায় ক্লাস বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
×