ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুয়েটের ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশিত: ০৩:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৭

চুয়েটের ১৫তম  বিশ্ববিদ্যালয় দিবস আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘ইঞ্জিনিয়ার্স ফর ম্যানকাইন্ড’- এ সে্লাগানকে প্রতিপাদ্য করে আজ পালিত হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ কর্মসূচী, চুয়েটের শিক্ষা-গবেষণার বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী প্রভৃতি। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিআইটি চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে যাত্রা শুরু হয় চুয়েটের। দিনটিকে তখন থেকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে চুয়েট। তবে এ বছরের ১ সেপ্টেম্বর ঈদ-উল-আযহার ছুটি পড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে আজ।
×