ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই ছাত্রলীগ কর্মীকে হাতুরি পেটা

প্রকাশিত: ০৩:৩০, ১৯ সেপ্টেম্বর ২০১৭

দুই ছাত্রলীগ কর্মীকে হাতুরি পেটা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অভ্যন্তরীণ বিরোধের জের ধরে দুই ছাত্রলীগ কর্মীকে হাতুরি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে। জানা গেছে, ছাত্রলীগ কর্মী গোপাল শীল ও পলাশ মন্ডল বাজারের হাকিম হাওলাদারের চায়ের দোকানের সামনে বসে চা পান করছিল। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একইদলের প্রতিপক্ষ কামাল সরদার, শাহিন সরদার, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ছাত্রদল ক্যাডার আলিম খান ও ফরিদ সরদারের নেতৃত্বে তাদের সহযোগী আকাশ সরদার, ফয়সাল সরদার, পিয়াল সরদার হাতুরি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মী পলাশ ও গোপালের ওপর হামলা চালায়। এ সময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেয়। একপর্যায়ে গোপাল শীলকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পানিতে ডুবে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নদীতে ডুবে জাহিনুর রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৪ নম্বর ওযার্ড ময়নাকুড়ি ডাকঘরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিনুর ওই এলাকার কৃষক জামিয়ার রহমানের ছেলে। এলাকাবাসী জানান, জাহিনুর দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিল। ঘটনার সময় সকালে সে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। হঠাৎ এলাকাবাসী তাকে নদীতে হাবুডুবু খেতে দেখলে তাকে উদ্ধার করার আগে সে মারা যায়। বিইউএফটি ডিবেট টিম সেমি ফাইনালে এটিএন বাংলা, ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর কোয়ার্টার ফাইনালে সরকারী বিশ্ববিদ্যালয়সমূহে নিয়োগবিধি মেনেই শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। এই বিষয়ের বিপক্ষে অবস্থান করে বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ডিবেট টিম বিষয়ের পক্ষে থাকা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ডিবেট টিমকে হারিয়ে সেমি ফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে। উক্ত টিমের দলনেতা নাজমুল মোর্শেদ শিমুলসহ অন্যান্য সদস্য ছিল মেহেদী হাসান, সৈয়দ খালিদ মাহমুদ, মুশফিকুর রহমান মুন্না ও রাখি মিত্র। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম। -বিজ্ঞপ্তি
×