ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবিকতাকে উঁচুমার্গে সমাসীন করতে চাই পরমতসহিষ্ণুতা ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৩:৩০, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মানবিকতাকে উঁচুমার্গে সমাসীন করতে চাই পরমতসহিষ্ণুতা ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মানবিকতাকে উঁচুমার্গে সমাসীন করতে পরমত সহিষ্ণুতা অতীব গুরুত্বপূর্ণ। অন্যের মনোভাব, অভিমত এবং বিশ্বাসের সঙ্গে একমত পোষণ না করলেও তার প্রতি সহানুভূতি প্রদর্শনের নামই পরমত সহিষ্ণুতা। মানুষের মনোজাগতিক উৎকর্ষনির্ভর মনোবৃত্তি তথা পরমত সহিষ্ণুতাকে ধারণ করে মানুষ নির্মাণ করেছে আধুনিক সভ্যতা। বর্তমান আধুনিক বিশ্ব অগ্রসর হচ্ছে বহু মত ও পথকে যুগপৎ ধারণ করে। সোমবার সকালে মাইজভান্ডারী একাডেমি চট্টগ্রামের উদ্যোগে ‘সুফি দর্শনে পরমত সহিষ্ণুতা ও বিশ্বশান্তি’ শীর্ষক এক সেমিনারে কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। সেমিনার উপকমিটির আহবায়ক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাইজভা-ারী একাডেমির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন। চবি ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দিদারুল আলম চৌধুরীর পরিচালনায় সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, জাতিধর্মবর্ণ নির্বিশেষে মত ও পথের পার্থক্য নিয়ে বিশ্বসভ্যতা এক জায়গায় মিলিত হয়ে ঘটিয়েছে জ্ঞান-বিজ্ঞানের জয়যাত্রা। অহংবোধ, ক্ষমতার দম্ভ, সংকীর্ণ চিন্তাধারা, ধর্মান্ধতা, সহিংসতা, জঙ্গী-সন্ত্রাস, কূপম-ূকতা ইত্যাদি নেতিবাচক কর্মকা- পরমত সহিষ্ণুতার পরিপন্থী। সুফী দর্শনের নির্যাস ‘পরমত সহিষ্ণুতা’, যা ধারণ করে আন্তঃধর্মীয় সংযোগ এবং নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলার মাধ্যমে বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সকলের ভূমিকা রাখা উচিত।
×