ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূর্ব শত্রুতার জের

স্কুল থেকে তুলে নিয়ে দুই শিশুকে নির্যাতন

প্রকাশিত: ০৩:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭

স্কুল থেকে তুলে নিয়ে দুই শিশুকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহীর মোহনপুর উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই শিক্ষার্থীকে স্কুল থেকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার আনোয়ার হোসেন আনু ও তার স্ত্রী মিলে দুই শিশুকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করছে। এ ঘটনার পর স্কুলের শিক্ষকসহ স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নির্যাতনের শিকার হাফিজের বাবা সেলিম উদ্দিন বাদী হয়ে আনোয়ার হোসেন আনু ও স্ত্রীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর থানা ও প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৯) ও রহিদুল ইসলামের ছেলে আশরাফ আলীকে (১০) পূর্ব শত্রুতার জেরে দুপুর ১২ টার সময় গোপালপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন অনু ও তার স্ত্রী মিলে শারীরিক নির্যাতন করে। তাদের অভিযোগ, একই স্কুলে পড়ুয়া তার মেয়েকে ওই দুই শিশু উত্ত্যক্ত করেছে। এদিকে খবর পেয়ে স্কুলের শিক্ষকসহ স্থানীয়রা আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।
×