ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ্যাপ খুলছে সৌদি

প্রকাশিত: ০৩:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

এ্যাপ খুলছে সৌদি

কল ও মেসেজ করার এ্যাপ স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটস।এ্যাপসহ বেশকিছু জনপ্রিয় যোগাযোগ এ্যাপ নাগরিকদের জন্য খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার। গ্রাহকদের সেবার কথা মাথায় রেখে সেবার মান বাড়ানো ও গ্রাহকদের অভিযোগগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। ইন্টারনেটে এ যোগাযোগ মাধ্যমগুলোতে বিনামূল্যে ছবি, ভিডিও, খুদেবার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। - এসপিএ স্যুটকেস পার্টি... আফ্রিকার দেশ এ্যাঙ্গোলার একদল নারী ব্যবসায়ী বিদেশ থেকে স্যুটকেসে করে জিনিসপত্র এনে বিক্রি করেন। তাই অনেকে একে ‘স্যুটকেস ব্যবসা’ বলে থাকেন। রাজধানী লুয়ান্ডার ব্যস্ত এক শপিং মলের জুডিথ টমাস জানান, দোকানের কাপড়, জুতোসহ বেশিরভাগ জিনিস সরাসরি ব্রাজিল থেকে কিনে স্যুটকেসে করে দেশে আনেন তিনি। বছরে কোটি ডলার রোজগার তার। - বিবিসি
×