ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের কাছ থেকে ২৪টি টাইফুন জঙ্গীবিমান কিনতে চায় কাতার

প্রকাশিত: ০৩:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ব্রিটেনের কাছ থেকে ২৪টি টাইফুন জঙ্গীবিমান কিনতে চায় কাতার

ব্রিটিশ প্রতিরক্ষা গোষ্ঠী বিএই সিস্টেমসের কাছ থেকে ২৪টি অত্যাধুনিক টাইফুন জঙ্গী বিমান কিনতে চেয়ে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশ কাতার। এই পদক্ষেপ দোহার সঙ্গে সম্পর্কছিন্ন করা দেশগুলোকে ক্ষেপিয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সঙ্গে সম্পর্কের অজুহাতে চলতি বছরের ৫ জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কচ্ছেদ করে। বিশ্বের সবচেয়ে বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ কাতারের সঙ্গে আকাশ ও নৌ যোগাযোগও বন্ধ করে দেয় ওই দেশ চারটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকা কাতার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে। তুরস্ক কাতারের সমর্থনে দেশটিতে থাকা তাদের ঘাঁটিতে আরও সৈন্য পাঠিয়েছে। উপসাগরে চলমান এই উত্তেজনার মধ্যেই কাতারের এই যুদ্ধবিমান কেনার খবর এলো। লেটার অব ইন্টেন্টে সব আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ ২৪টি অত্যাধুনিক টাইফুন এয়ারক্রাফট কেনার বিষয়ে মন্ত্রণালয়ের অভিপ্রায় প্রকাশ পেয়েছে, রবিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় কাতার নিউজ এজেন্সি। কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলনের সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। -ওয়েবসাইট
×