ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সমর্থন, অসমে বিজেপি নেত্রী বরখাস্ত

প্রকাশিত: ০৩:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের সমর্থন, অসমে বিজেপি নেত্রী বরখাস্ত

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অসম শাখা তাদের নির্বাহী কমিটি থেকে মুসলিম সংখ্যালঘু এক নেত্রীকে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন জানানোয় বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া ওই নেত্রীর নাম বেনজীর আরফান। তিনি অসমে তিন তালাক বিরোধী আন্দোলনে বিজেপির মুখপাত্র ছিলেন। বেনজীর নিজেও তিন তালাকের শিকার। ২০১২ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে বেনজীর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের আচরণের প্রতিবাদে আয়োজিত ভুখা সমাবেশে যোগ দিতে অনুরোধ জানানোর পর দলের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়। বৃহস্পতিবার বিজেপির অসম শাখার সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া এক চিঠিতে বেনজীরকে দল থেকে বরখাস্ত করার পাশাপাশি কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তার কারণ দর্শাতে তিন দিনের সময় দিয়েছেন। এর উত্তরে বেনজীর ক্ষমা চাইলেও লাভ হয়নি। বেনজীর জানান, ব্যক্তি হিসেবে আমি মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে সমর্থন করি না। -এডিটিভি অনলাইন
×