ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘দ্বিতীয় ইসরাইলের’ অস্তিত্ব মানবে না ইরাক ॥ মালিকির হুঁশিয়ারি

প্রকাশিত: ০৩:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৭

‘দ্বিতীয় ইসরাইলের’ অস্তিত্ব মানবে না ইরাক ॥ মালিকির হুঁশিয়ারি

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালিকি রবিবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে কুর্দিস্তান নামে কোন ‘দ্বিতীয় ইসরাইলের’ অস্তিত্ব মেনে নেবে না বাগদাদ। তিনি আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে পরিকল্পিত গণভোট স্থগিত রাখার আহ্বান জানান। খবর টাইম অব ইসরাইল অনলাইনের। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মালিকি, বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিম্যানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কুর্দিস্তানে অনুষ্ঠেয় এ গণভোট অবৈধ এবং এর মাধ্যমে ইরাকী জনগণ বিশেষ করে কুর্দি জনগণের কোন লাভ হবে না। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি কুর্দিস্তানের গণভোটের বিরোধিতা করলেও এ প্রসঙ্গে এই প্রথম এত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানাল বাগদাদ। নুরি আল-মালিকি বলেন, কুর্দিস্তানের বিচ্ছিনতাবাদী গণভোট ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখ-তাকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দেবে। তিনি এই গণভোট প্রসঙ্গে ইরাক সরকার ও আন্তর্জাতিক সমাজের আহ্বানে সাড়া দেয়ার জন্য কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কুর্দিস্তানের কোন সমস্যা থাকলে ইরাকের সংবিধানের আওতায় বাগদাদের সঙ্গে আলোচনায় বসে তার সমাধান করতে হবে। গত ৭ জুন ইরাকের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের কিছু আঞ্চলিক দল ইরাক থেকে এই অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের বিষয়ে একমত হয়। কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এই গণভোটের তীব্র বিরোধিতা করে একে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে ইরাকের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সমাজও এই গণভোটের বিরোধিতা করেছে।
×