ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৩:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বা মিত্র দেশটির সঙ্গে বিদ্যমান সম্পর্কের অবনতি ঘটলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত কঠোর কূটনৈতিক নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের। এ লক্ষ্যে পাকিস্তান সরকার তৃতীয়-বিকল্প কঠিনতর কূটনৈতিক নীতি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। সরকারী সূত্রগুলো শনিবার জানায়, অত্যন্ত কঠোর এসব নীতির মধ্যে রয়েছে ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা, সন্ত্রাস-সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা হ্রাস ও আফগানিস্তানে মার্কিন কৌশলে সহযোগিতা না করা। সর্বশেষ বিকল্পের মধ্যে আফগানিস্তানে ন্যাটোকে সরবরাহের জন্য পাকিস্তানের মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির বিষয়ও অন্তর্ভুক্ত হতে পারে। তবে পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক নীতি গ্রহণের সিদ্ধান্তের প্রেক্ষাপটে ও জাতীয় নিরাপত্তা কমিটিতে বিষয়টি অনুমোদনের পর এই নীতি গ্রহণ করা হবে। বিশ্বের শক্তিধর দেশটির বৈরিতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিকল্প সিদ্ধান্ত গ্রহণের চিন্তাভাবনার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালি সম্প্রতি পাকিস্তানী কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি জানান, পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা কেবল তখনই উঠিয়ে নেয়া হবে, যখন ট্রাম্প প্রশাসন অনানুষ্ঠানিকভাবে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করবে ও আলোচনায় বসবে। সূত্রগুলো জানায়, আফগানিস্তানের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার নীতিতে পাকিস্তান তার কাজ চালিয়ে যাবে। ইসলামাবাদ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার নীতিও চালিয়ে যাচ্ছে। এদিকে, অপর এক খবরে জানা গেছে, অডিটর জেনারেল অব পাকিস্তান (এজিপি) ইসলামাবাদের কূটনৈতিকপাড়ায় যুক্তরাষ্ট্রের নতুন সাততলা দূতাবাস ভবনের বিরোধিতা করে বলেছেন, ভবনের টপ ফ্লোরটি অনায়াসে আশপাশের সরকারী দফতরগুলোর ওপর নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে।
×