ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার সুযোগ দ্রুত শেষ হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৩:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার সুযোগ দ্রুত শেষ হয়ে যাচ্ছে

উত্তর কোরিয়া সঙ্কট শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বিরুদ্ধে কূটনৈতিক চাপ আরও বাড়াল। ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর আকার বেড়েইে চলেছে। তারা আশঙ্কা করছেন চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন ট্রাম্প। ট্রাম্প শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে কথা বলেছেন। এরপর টুইটারে ট্রাম্প উনকে ‘রকেট ম্যান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় দেশটি এখন দীর্ঘ গ্যাস সঞ্চালন স্থাপন করছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যদিও বলছেন তারা কূটনৈতিক উপায়েই এ সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছেন। তবে তারা এ কথাও বলছেন, উত্তর কোরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহারের বিকল্পটি বাদ দেয়নি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, উত্তর কোরিয়া যদি খামখেয়ালিপূর্ণ কর্মকা- থেকে সরে না আসে তবে যুক্তরাষ্ট্র নিজের ও মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শনিবার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা কেউই যুদ্ধ চাই না। কিন্তু আপনি দেখুন কিম জং উনের খামখেয়ালিপূর্ণ আচরণ শেষ হচ্ছে না। উত্তর কোরিয়া কেবল যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছে না বরং তারা আমাদের মিত্র দেশগুলোকেও হুমকি দিচ্ছে। এর জবাবে কিছু একটা করা প্রয়োজন এবং সেটি আমাদের করতেই হবে।’ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারও সম্প্রতি এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেছিলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব বিকল্পই খোলা আছে। তবে তিনি এটিও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় শাসক পরিবর্তন করতে চায় না। ট্রাম্প প্রশাসনের বরাবরের হুঁশিয়ারি সত্ত্বেও উত্তর কোরিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচী নিয়ে এগিয়ে চলেছে তাতে ওয়াশিংটনের হুমকির বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।
×