ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিভি প্রযোজকের আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশিত: ০৩:১৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

বিটিভি প্রযোজকের আন্তর্জাতিক স্বীকৃতি

সংস্কৃতি ডেস্ক ॥ জাপান ব্রডকাস্টিং সার্ভিস (এনএইচকে) আয়োজিত ‘জাপান প্রাইজ ২০১৭’ প্রতিযোগিতায় বিটিভির নির্বাহী প্রযোজক মো. ঈমাম হোসাইনের অনুষ্ঠান-প্রস্তাবনা চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। এ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়া আর চারটি দেশের নির্মাতা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আগামী মাসে এখান থেকে সেরা দু’জন নির্মাতাকে পুরস্কৃত করা হবে, তারা জাপানের অর্থায়নে প্রস্তাবিত অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র নির্মাণ করবেন। প্রামাণ্য চিত্রের প্রস্তাবনা উপস্থাপন করার জন্য অক্টোবরে বিটিভির এই প্রযোজক টোকিওতে যাচ্ছেন। প্রামাণ্যচিত্রের শিরোনাম ‘বিকন ইন দ্য ডার্ক’ বা অন্ধকারে বাতিঘর। এর আগে প্রযোজক ঈমাম ২০১৫ ও চলতি বছর দুটি প্রামাণ্যচিত্রের জন্য ‘ওয়ার্ল্ড টেলিভিশন এওয়ার্ড’ অর্জন করেন। এশীয় আর্ট সামিটে বিটিভির মহাপরিচালক তার পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন।
×