ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোচনায় শুভ-মাহির ‘ঢাকা এ্যাটাক’

প্রকাশিত: ০৩:১৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আলোচনায় শুভ-মাহির ‘ঢাকা এ্যাটাক’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম গান করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন। গত ২৯ আগস্ট ‘টুপটাপ’ শিরোনামের গানটির টিজার প্রকাশ পায়। সে থেকেই গানটির প্রতি দর্শকদের প্রবল আগ্রহের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর গানটির পুরো ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে মালয়েশিয়ার সমুদ্রসৈকতে চলচ্চিত্রের মূল পাত্রপাত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহির রসায়ন। গানটিতে শুভ-মাহির রোমান্স দর্শক বেশ উচ্ছ্বাসের সঙ্গেই গ্রহণ করছেন। পাশাপাশি চমৎকার এই গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা পাচ্ছে। এর প্রমাণ মিলছে ইউটিউবে। ২৪ ঘণ্টা পার না হতেই গানটি দেখা হয়েছে চার লাখবার। যা বাংলাদেশের চলচ্চিত্রের গানের ক্ষেত্রে অন্যতম রেকর্ড। ‘টুপটাপ’ গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটিতে অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সোমলতা আচার্য। সুর ও সঙ্গীত পরিচালনায় অরিন্দম। কোরিওগ্রাফি করেছেন সুমন রহমান। ‘ঢাকা এ্যাটাক’ প্রসঙ্গে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, দর্শকদের একটি পরিপূর্ণ বিনোদনমূলক চলচ্চিত্র উপহার দেয়ার চেষ্টা করছি। সেজন্য আমরা দিন-রাত এক করে কাজ করেছি। চেষ্টা করেছি দর্শকদের চাহিদার সবটুকু ‘ঢাকা এ্যাটাকে’ নিয়ে আসতে। রবিবার অরিজিতের গান প্রকাশ পেল। গানটি প্রকাশের পর দর্শকদের সাড়া পেয়ে আমরা অভিভূত। আশা করি চলচ্চিত্র মুক্তির পরও দর্শকরা এভাবে আমাদের পাশে থাকবেন। ‘ঢাকা এ্যাটাক’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। এরই মধ্যে প্রকাশিত দুটি টিজার ও পোস্টার চলচ্চিত্রেকে আলোচনায় নিয়ে এসেছে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। এ্যাকশন থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ। পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্পø্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।
×