ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যামিতে একাধিক এ্যাওয়ার্ড পেল ‘হ্যান্ডমেইড’স টেল’

প্রকাশিত: ০৩:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

এ্যামিতে একাধিক এ্যাওয়ার্ড পেল ‘হ্যান্ডমেইড’স টেল’

সংস্কৃতি ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে স্থানীয় সময় রবিবার অনুষ্ঠিত হলো টিভি সিরিজগুলোর সম্মাননা প্রদান অনুষ্ঠান এ্যামি এ্যাওয়ার্ডের ৬৯তম আসর। জমকালো এ আয়োজন উপলক্ষে লস এ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে রবিবার বসেছিল তারার মেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলের অন্যতম সম্মাননা প্রদান অনুষ্ঠান এ্যামি এ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে ‘হ্যান্ডমেইড’স টেল’ এবং রাজনৈতিক ঘরানার কমেডি সিরিজ ‘ভীপ’। ‘হ্যান্ডমেইড’স টেল’ ধারাবাহিকে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন নন্দিত অভিনেত্রী এলিজাবেথ মস। তার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল ফোরের অন্যতম উপস্থাপিকা অপেরা উইনফ্রে। এছাড়া এ ধারাবাহিকটি সেরা স্ক্রিপ্ট, সেরা প্রযোজনা এবং সেরা পার্শ্ব চরিত্রেরও পুরস্কার পায়। এইচবিও চ্যানেলের ‘ভীপ’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ষষ্ঠবারের মতো এ্যামি জিতেছেন জুলিয়া লুইস। স্টারলিং কে ব্রাউন এনবিসি চ্যানেলের পারিবারিক গল্পনির্ভর ‘দিস ইস আস’ নামের এক ধারাবাহিকে আফ্রো-আমেরিকান এক চরিত্রে অভিনয়ের সুবাদে পুরস্কার পেয়েছেন। হিপ হপ শো ‘আটলান্টা’র শিল্পী ডোনাল্ড গ্লোভার সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন। বিটেন রিজ আহমেদ তার প্রথম এ্যামি এ্যাওয়ার্ড জিতেছেন এইচবিও চ্যানেলের ‘দ্য নাইট অফ’ সিরিজের জন্য। ব্লাডউইন সেরা পার্শ্ব কমেডি চরিত্রের এ্যাওয়ার্ড জিতেছেন এনবিসি চ্যানেলের স্যাটারিক্যাল কমেডি সিরিজ ‘স্যাটারডে নাইট লাইভ’-এর জন্য। এ্যামিতে সবার চোখ প্রিয়াঙ্কায় : ৬৯তম এ্যামি এ্যাওয়ার্ড তারার মেলার এ আসরে চোখ ধাঁধিয়ে দিয়েছে ‘কোয়ান্টিকো’ সিরিজের তারকা প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক। সাদা রঙের মেঝে-ছোঁয়া এক পশমি গাউনে লালগালিচা মাতিয়েছেন এ ভারতীয় নায়িকা। গাউনের পুরোটাজুড়ে ছিল স্ফটিকের নক্সা। সাধারণ পনিটেইল আর বেরি রঙের ঠোঁটে ভারতীয় এ সুন্দরীর দিকেই যেন চোখ আটকে যাচ্ছিল সবার। এবারের পুরস্কার আসরে প্রিয়াঙ্কা হলিউড তারকা এ্যান্টনি এ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে জন অলিভারের হাতে পুরস্কার তুলে দেন। ‘লাস্ট উইক টু নাইট উইথ জন অলিভার’ অনুষ্ঠানের জন্য পুরস্কার জিতেছেন জন। গত বছরও এ্যামি আসরে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে এটি এ তারকার দ্বিতীয় উপস্থিতি। একনজরে এ্যামি পুরস্কার ২০১৭ বিজয়ীরা : সেরা ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইড’স টেল’, সেরা ড্রামা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইড’স টেল), সেরা অভিনেতা ড্রামা সিরিজ স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস), সেরা অভিনেত্রী এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেল), সেরা পার্শ্ব অভিনেতা জন লিথগো (দ্য ক্রাউন), সেরা পার্শ্ব অভিনেত্রী এ্যান ডাউড (দ্য হ্যান্ডমেইড’স টেল), সেরা কমেডি সিরিজ ‘ভীপ’, সেরা কমেডি সিরিজ পরিচালক ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), সেরা অভিনেতা কমেডি সিরিজ ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), সেরা অভিনেত্রী কমেডি সিরিজ জুলিয়া লুইস-ড্রেফুস (ভীপ), সেরা পার্শ্ব অভিনেতা কমেডি সিরিজ এ্যালেক বাল্ডউইন (স্যাটারডে নাইট লাইভ), সেরা পার্শ্ব অভিনেত্রী কেট ম্যাককিনন (স্যাটারডে নাইট লাইভ), সেরা টক সিরিজ ‘লাস্ট উইক টু নাইট উইথ জন অলিভার’, সেরা ড্রামা রচনা ব্রুস মিলার (দ্য হ্যান্ডমেইড’স টেল), সেরা কমেডি সিরিজ লেখক আজিজ আনসারি ও লিনা ওয়েথ ‘মাস্টার অব নান’, সেরা রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম ‘দ্য ভয়েস’, সেরা টেলিভিশন মুভি ‘ব্ল্যাক মিরর’।
×