ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রাজার চিঠি’ নাটকের ১৩তম মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

‘রাজার চিঠি’ নাটকের ১৩তম মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ সাভারের অন্যতম নন্দিত নাট্য সংগঠন জাগরণী থিয়েটার। ইতোমধ্যে একাধিক নিরীক্ষাধর্মী প্রযোজনা দর্শকদের উপহার দিয়েছে দলটি। দলের অন্যতম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকটি দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকটির এ পর্যন্ত ১২টি সফল মঞ্চায়ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে অচিরেই ১৩তম মঞ্চায়ন হবে। দলসূত্রে জানা গেছে আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন হবে। ‘রাজার চিঠি’ নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্মরণ সাহা, বাহারুল ইসলাম, শোয়েব হাসনাত মিতুল, ইয়াসিন শামীম, রফিকুল ইসলাম রনি, কাজী ফাহাদ, সজিব ঘোষ, মাহমুদা ইয়াসমিন সুমি, শাহানাজ আক্তার সিমু, রিপা হালদার, রিজওয়ান রিমন, বিধান বিশ্বাস ও বিপাশা সাহা প্রমুখ। জানা যায় ১৯৩৯ সালে শাহজাদপুরের হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্র সাহিত্যেও প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনী নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি রচিত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় এক সময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাক ও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। এ সময় অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু যে ঠিকানায় রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছেন, সে ঠিকানা হরিদাস বসাক বদল করতে চান না। নাটকে ১৯৪৭ সালের দেশ বিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়। এরপর আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ভয়াবহতায় হরিদাস বসাকের স্বপ্নভঙ্গ হয়। পুড়িয়ে ফেলা বাড়িঘর দুয়ারের সামনে দাঁড়িয়ে হরিদাস বসাক সে দিন তার আত্মজনের খোঁজ নেন না, শুধু শিশুর মতো হাহাকার করেন চিঠিটির জন্য। এ অবস্থায় পাকিস্তানী আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। তার মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে আর্মিরা তাকে বেয়োনেট দিয়ে মারতে থাকে। কাহিনী এখানেই শেষ হলেও এর বিস্তৃতি বহু দূর পর্যন্ত প্রসারিত। এর আগে গত ২২ জুলাই সন্ধ্যা ৭টায় সাভার সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) মিলনায়তনে জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’ নাটকের ১২তম মঞ্চায়ন হয়।
×