ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন পুলিশ পরিদর্শক ফিরোজ আলমের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অবৈধ সম্পদ অর্জন পুলিশ পরিদর্শক ফিরোজ আলমের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক ফিরোজ আলম ও তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান অনুযায়ী তাদের অবৈধ সম্পদের পরিমাণ প্রায় সোয়া ২ কোটি টাকা। রবিবার দুদকের সভায় তাদের বিরুদ্ধে ওই মামলা অনুমোদন দেয়া হয়েছে ও শীঘ্রই মামলাটি থানায় দায়ের করা হবে বলে জনকণ্ঠকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। সূত্র জানায়, অবৈধ সম্পদের মধ্যে ফিরোজ আলম দম্পতির নামে চারটি ফ্ল্যাট আছে। এসব ফ্ল্যাটের দলিল মূল্য ৮৩ লাখ ৯৮ হাজার টাকা। তাদের একটি গাড়ির মূল্য ৯ লাখ টাকা। তাদের নামে ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ২৭ লাখ টাকার টার্ম ডিপোজিট, ৭ লাখ ৯৬ হাজার টাকার ডিপিএস ও সঞ্চয়ী হিসাবে ৫ লাখ ১৭ হাজার টাকা আছে। ফিরোজ আলম বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। তাদের অবৈধ সম্পদের মধ্যে ফিরোজ আলমের নামে ১ কোটি ৭৩ লাখ ৯ হাজার টাকা ও তার স্ত্রী সাবরিনার নামে ৭০ লাখ ৮ হাজার ৭শ ৭৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আছে।
×