ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উপনির্বাচনে জিতলেন নওয়াজ পত্নী

প্রকাশিত: ০৭:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭

উপনির্বাচনে জিতলেন নওয়াজ পত্নী

জনকণ্ঠ ডেস্ক ॥ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আসনে উপনির্বাচনে বিপুল ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ (এন) প্রার্থী নওয়াজ পত্নী কুলসুম নওয়াজ। রবিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে অংশ নেন মোট ৪৪ প্রার্থী। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগের (এন) প্রার্থী নওয়াজ পত্নী কুলসুম নওয়াজ ও সাবেক ক্রিকেটার ইমরান খানের তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) প্রার্থী ড. ইয়াসমিন রশিদের মধ্যে। মোট ২২০টি ভোট কেন্দ্রের মধ্যে ২১১টি ভোট কেন্দ্রের ফল প্রকাশিত হয়। এতে কুলসুম নওয়াজ পান ৫৮ হাজার ৩শ’ ২৬ আর ইয়াসমিন রশিদ পান ৪৩ হাজার ৮শ’ ১৩ ভোট। খবর ডন, জিওটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের।
×