ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর অত্যাচার

২ হাজার বছরের ইতিহাসে ঘটেনি ॥ সৈয়দ আবুল মকসুদ

প্রকাশিত: ০৭:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭

২ হাজার বছরের ইতিহাসে ঘটেনি ॥ সৈয়দ আবুল মকসুদ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মিয়ানমারে রোহিঙ্গা নারী-শিশুর ওপর যে অত্যাচার হয়েছে মানবজাতির ২ হাজার বছরের ইতিহাসে এমন বর্বর ঘটনা ৪/৫টির বেশি ঘটেনি। সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ রবিবার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এস এ আয়োজিত স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। তিনি বলেন, এই প্রশ্ন আওয়ামী লীগ-বিএনপিসহ কোন রাজনৈতিক দলের বিষয় নয়। সরকারের যে নীতি, সে নীতিতেই সকলকে কাজ করা উচিত। রোহিঙ্গাদের তাদের বাসস্থানে ফিরিয়ে নিতে হবে। সঙ্কট থেকে বের হওয়ার জন্য যাতে কোন বিভেদ না থাকে। সেজন্য সকলকে সরকারে সঙ্গে থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, এ্যাডভোকেট লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএর সভাপতি পীরজাদা নুরুল আবেদীন।
×