ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

প্রকাশিত: ০৭:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে রবিবার। চেন্নাইয়ের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। বৃষ্টি আইনে ২৬ রানে জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচে টস জিতে ভারত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। হার্দিক পান্ডে (৮৩) ও মহেন্দ্র সিং ধোনির (৭৯) অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করে ভারত। পেসার নাথান কোল্টার নিল ৩ উইকেট শিকার করেন। বৃষ্টির তোপে পড়ে খেলা। তাতে খেলা বৃষ্টি আইনে চলে যায়। অস্ট্রেলিয়ার সামনে জিততে ২১ ওভারে ১৬৪ রানের টার্গেট দাঁড় হয়। জবাব দিতে নেমে ২১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেন মেক্সওয়েল। ৩ উইকেট নেন চাহাল। শুরুতেই ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ভারত। তখন ভারতের হারের সম্ভাবনাই তৈরি হয়। কিন্তু এরপর ধোনি ও পান্ডে মিলে যে দলের ভরসা হয়ে উঠেন, সেটিই ভারতকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। দুইজন মিলে ষষ্ঠ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন। যা দলকে শেষপর্যন্ত এত বড় স্কোর গড়তে সাহায্য করে। বিপদের সময় ধোনি ও পান্ডে হাল ধরেন। ২০৫ রানে গিয়ে পান্ডে আউট হন। কিন্তু তার আগে দুর্ধর্ষ ব্যাটিং করেন পান্ডে। ৬৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮৩ রান করেন। এ বছর চারবার এক ওভারে টানা তিন বলে তিন ছক্কা হাকান পান্ডে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও সাদাব খানের টানা তিন বলে ছক্কা হাকান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মালিন্ডা পুষ্পকুমারার টানা তিন বলে তিন ছক্কা হাকান। রবিবার এ্যাডাম জাম্পার টানা তিন বলে তিন ছক্কা হাঁকান। এরপর ধোনি এগিয়ে যেতে থাকেন। ভুবনেশ্বর কুমার ব্যাট হাতে নেমে ধুমধারাক্কা খেলতে থাকেন। ধোনিও মারমুখী হয়ে খেলেন। ২৭৭ রানে গিয়ে ৮৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৭৯ রান করা ধোনিও সাজঘরে ফেরেন। ততক্ষণে ভারতের ইনিংস শেষ হতে আর ২ বল বাকি থাকে। ভুবনেশ্বরের সঙ্গে ধোনি ৭২ রানের জুটি গড়েন। ষষ্ঠ ও সপ্তম উইকেটের জুটিই ভারতকে এতদূর এনে দেয়। শেষে ভারত ২৮১ রান করে। ভুবনেশ্বর ৩০ বলে ৫ চারে ৩২ রান করে অপরাজিত থাকেন। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। ৩৫ রানেই ৪ উইকেট হারায়। এরপর মেক্সওয়েল চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। চাহাল, যাদব, পান্ডের বোলিং তোপে হারতেই হয় অস্ট্রেলিয়াকে। স্কোর ॥ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ভারত ইনিংস ২৮১/৭; ৫০ ওভার (পান্ডে ৮৩, ধোনি ৭৯, জাদব ৪০, ভুবনেশ্বর ৩২*; নিল ৩/৪৪, স্টোইনিস ২/৫৪)। অস্ট্রেলিয়া ইনিংস ১৩৭/৯; ২১ ওভার (মেক্সওয়েল ৩৯, ফকনার ৩২; চাহাল ৩/৩০)। ফল ॥ ভারত বৃষ্টি আইনে ২৬ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ হারদিক পান্ডে। সিরিজ ॥ ১-০ ব্যাবধানে এগিয়ে ভারত।
×