ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুমকির পর খালি করা হলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

প্রকাশিত: ০৭:৩০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

হুমকির পর খালি করা হলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

জনকণ্ঠ ডেস্ক ॥ প্যারিস থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ‘সরাসরি হুমকির’ খবর পাওয়ার পর শার্ল দ্য গল বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে বিমানটি খালি করে ফেলা হয়েছে। রবিবার ফ্লাইট বিএ৩০৩ লন্ডনের উদ্দেশে যাত্রা করার ঠিক আগ মুহূর্তেই এ ঘটনা ঘটে। নিরাপত্তায় হুমকি পাওয়ার পর বিমানটিকে রানওয়েতেই ঘিরে রাখা হয়। খবর দ্য গার্ডিয়ানের। বিমানটির এক যাত্রী জানান, পাইলট যাত্রীদের বলেন, এক ব্যক্তি বিমানটিকে সরাসরি হুমকি দিয়েছে। এর পরপরই বিমান থেকে যাত্রীদের নামিয়ে ফেলা হয় এবং প্রত্যেককে তল্লাশি করে সশস্ত্র পুলিশ। যাত্রীদের মালপত্রও তল্লাশি করা হয়। এতে করে লন্ডনগামী ওই ফ্লাইটটি ছেড়ে যেতে তিন ঘণ্টারও বেশি বিলম্ব হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
×