ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাল্টাপাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণে মোল্লাকান্দিতে আতঙ্ক

প্রকাশিত: ০৭:২৯, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পাল্টাপাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণে মোল্লাকান্দিতে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কিছুদিন শান্ত থাকলেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন। গত তিন দিন ধরে আ’লীগ সমর্থিত বিবদমান দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সর্বশেষ শনিবার রাতে ইউনিয়নের কংসপুরা ও চরডুমুরিয়া গ্রামে হামলা-পাল্টাহামলা ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছেন বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় সদর থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুর মোর্শেদ জানান, বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার রাতে যাতে কোন ঘটনা না ঘটে সে ব্যাপারেও তৎপরতা রয়েছে। বর্তমান ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও ইউনিয়ন আ’লীগ সভাপতি ফরহাদ খাঁন এবং সাবেক ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারি ও ইউনয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আজাহার মোল্লা নেতৃত্বে থাকা বিবদমান দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও প্রতিপক্ষকে ঘায়েল করতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ও মাদক বেচাকেনা নিয়ে সূত্রপাত বলে পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে।
×