ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সাদা দলের মানববন্ধন

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে

প্রকাশিত: ০৭:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক সে দেশের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের অবিলম্বে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে শিক্ষকরা এ দাবি করেন। সাদা দলের শিক্ষকরা দাবি করেন সরকার ইতোমধ্যে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় কূটনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই অবিলম্বে তাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে, যাতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয় এবং তাদের নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক ড. মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদা দলের সাবেক আহ্বায়ক ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সাদাদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক ড. আবদুর রশিদ খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. সুকোমল বডুয়া, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. দিলীপ বডুয়া প্রমুখ।
×