ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় রশিদের চালকলে ফের আবার অভিযান

প্রকাশিত: ০৭:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কুষ্টিয়ায় রশিদের চালকলে ফের আবার অভিযান

বিডিনিউজ ॥ ধারাবাহিকভাবে চালের দাম বৃদ্ধির মধ্যে এক সপ্তাহের ব্যবধানে ফের কুষ্টিয়ায় আব্দুর রশিদের চালকলে অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার বিকেলে শহরের খাজানগরে রশিদ এ্যাগ্রো ফুড প্রোডাক্টসসহ কয়েকটি চালকলে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেয়া কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, চালের বাজার স্বাভাবিক রাখতে টাস্কফোর্স নিয়মিত অভিযান চালাবে। বন্যায় ফসলহানিতে কয়েক মাস আগে থেকে বাড়তি দামে বিক্রি হওয়া চালের দাম ঈদের পর আবার চড়তে শুরু করে। চালের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে চালের সঙ্কট নেই, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম বৃদ্ধি হচ্ছে। এই প্রেক্ষাপটে গত সোমবার কুষ্টিয়ায় রশিদের মিলে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদের দায়ে ৫০ টন চাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাব। শহরে মধ্যবিত্তের পছন্দের তালিকায় উপরের দিকে থাকা মিনিকেট চালের অন্যতম যোগানদাতা রশিদ এ্যাগ্রো ফুড প্রোডাক্টস। তাদের চালের চাহিদাও বেশ।
×