ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

স্বাস্থ্যসেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনিহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত ওই ক্যাম্পে এলাকার পাঁচ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী ওই ক্যাম্পের আয়োজন করেন। লন্ডন প্রবাসী চিকিৎসক ডাঃ সুমন প্রধানের নেতৃত্বে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ১১ বিশেষজ্ঞ চিকিৎসক ওই স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশ নেন। পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, এলাকার বঙ্গবন্ধুর রজনৈতিক সহচর প্রয়াত সংসদ সদস্য আব্দুর রহমান চৌধুরীর নাতি ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী বিনামূল্যে ওই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেন। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ সেপ্টেম্বর ॥ জামালপুর জিলা স্কুলের ছাত্রদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সংগঠন আলফা সায়েন্স ক্লাবের উদ্যোগে রবিবার দুপুরে শহরের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ দরিদ্র ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল, রবার ও কাটার বিতরণ করা হয়েছে। শহরের দেওয়নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের এ সহায়তা দেয়া হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও আলফা সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব চন্দ শিশু ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় সহকারী শিক্ষক নুরুন নাহার ও ফাহমিদা বিনতে ইসলাম, আলফা সায়েন্স ক্লাবের সদস্য রাইসুল ইসলাম শিশির, তামজিদ হাসান, সিয়াম হাদীদ, তাসনিমুল হাসান চয়ন উপস্থিত ছিলেন।
×