ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৬:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে সংঘটিত পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার রাতে এবং রবিবার সকালে বাকলিয়া, পতেঙ্গা এবং টাইগারপাস এলাকায় এ ঘটনাগুলো ঘটে। সূত্রে জানা যায়, রবিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ছেলেকে আনতে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়ে নিহত হয়েছেন নুরুল ইসলাম কালু (৬০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পতেঙ্গা বিমানবন্দর সড়কে। নিহত নুরুল ইসলাম রাউজান উপজেলার উত্তরসর্তা গ্রামের বাসিন্দা। সাত বছর পর দুবাই থেকে ফিরেছেন তার ছেলে। একই মাইক্রোবাসযোগে বাবা ও ছেলে রওনা দেন বাড়ির উদ্দেশে। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন নুরুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হন দুবাই থেকে আসা ছেলে ওসমান গনিও। তিনি চিকিৎসাধীন। নগরীর বাকলিয়া থানার বহদ্দারহাট নতুন ব্রিজ সংযোগ সড়ক এলাকায় সংঘটিত আরেক দুর্ঘটনায় মারা যান শহীদ এনএমজে ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিবুর রহমান (১৮)। রবিবার দুপুর ১২টার দিকে তিনি একটি হিউম্যান হলারে চড়ে কলেজে যাচ্ছিলেন। বাকলিয়া থনার সামনে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নাজিবুর আহত হন। চমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি পূর্ব বাকলিয়ার হাটখোলা এলাকায়। এদিকে, শনিবার সন্ধ্যায় নগরীর টাইগারপাস এলাকায় সংঘটিত অপর এক দুর্ঘটনায় মারা যান জাহির (২২) নামের এক যুবক। কাভার্ডভ্যান উল্টে তার মৃত্যু হয়। তিনি ছিলেন ওই কাভার্ডভ্যানেরই একজন সহকারী। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় এলাকায়।
×