ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বকেয়া দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে বকেয়া দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের করমতলা এলাকায় ডিএসএল (বিডি) লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার দুপুরে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল সহকারে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে। কারখানার শ্রমিকরা জানান, ডিএসএল (বিডি) লিমিটেড কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করত। ঈদ-উল ফিতরের পর থেকে কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে নানা টালবাহানা করে। ঈদ-উল আযহার আগে ৩০ আগস্ট শ্রমিকদের অর্ধেক বেতন দিয়ে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। ৯ সেপ্টেম্বর কারখানা খোলার দিন শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে যান। এ সময় শ্রমিকরা কারখানার প্রধান ফটকে কারখানা লে অফ ঘোষণার নোটিস দেখতে পান। তাদের কোন কিছু না জানিয়ে শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর তারা কারখানায় গেলে দেখতে পান শতাধিক শ্রমিক সেখানে কাজ করছে। আর তিন শতাধিক শ্রমিককে কাজে যোগ দিতে দিচ্ছে না কর্তৃপক্ষ।
×