ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত শিক্ষক তোজাম্মেল বাঁচতে চান

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বিরল রোগে আক্রান্ত শিক্ষক তোজাম্মেল বাঁচতে চান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলার কেচুয়াখোলা গ্রামের এক মাদ্রাসা শিক্ষক দীর্ঘ ত্রিশ বছর ধরে অজানা রোগে আক্রান্ত হয়েও শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। তার নাম তোজাম্মেল হক মোল্লা। তিনি জি সি টি কুঠিবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক। তোজাম্মেল হক জানান, তিনি সুস্থ হয়ে আরও কিছু দিন ছাত্রছাত্রী ও পরিবারের জন্য বাঁচতে চান। শিক্ষকতায় চলে তার পরিবার। তিনি আরও জানান, দীর্ঘ ৩০ বছর চিকিৎসায়ও উন্নতি হয়নি এ বিরল রোগের। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তার পরিবার। ইতোমধ্যে তোজাম্মেল হকের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে, অন্যটি নষ্ট হলেই হারাতে হবে অনেক কিছু। তাই তিনি সুচিকিৎসা চান। চালিয়ে যেতে চান শিক্ষকতাও মহান পেশাও। আর এজন্য সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চাইছেন এই শিক্ষক। অসহায় এই মাদ্রাসা শিক্ষক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও নিজের চিকিৎসার জন্য সহযোগিতা চান। এই শিক্ষকও নিজের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে করে তিনি দৃষ্টি ফিরে পান। এবং চোখের আলোয় আলোকিত করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন।
×