ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রোধে কর্মশালা

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বাল্যবিয়ে রোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাল্যবিয়ে নিরোধ ও বিবাহ রেজিস্ট্রেশন বৃদ্ধিকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা বেগম এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার। প্রধান অতিথির বক্তব্যে মকলেছুর রহমান মিন্টু বলেন, বাল্যবিয়ে একটি অপরাধ। সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ এই বাল্যবিয়ের সঙ্গে যুক্ত থাকলে ব্যবস্থা নেয়া হবে। সুগন্ধা নদীতে নৌকাবাইচ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্বকর্মা পূজা উপলক্ষে রবিবার বিকেলে জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সুগন্ধা নদীর রামশীল এলাকা, কালিঞ্জিরি বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখার জন্য আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলার হাজার হাজার মানুষ পয়সারহাটের সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় করেন। জানা গেছে, বরিশালের সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়িতেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবিবার স্বর্গের শিল্পী বিশ্বকর্মা দেবের পূজা অর্চনা করেছেন। প্রতিবছর পঞ্জিকা মতে ভাদ্র মাসের শেষদিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
×