ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহী সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সরকারী সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার রাত ১০টার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। সেফহোম কর্তৃপক্ষের দাবি, বাথরুমের পেছনের গ্রিল ভেঙ্গে তারা পালিয়ে গেছে। এ বিষয়ে রাতেই নগরীর শাহমখদুম থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক। নিখোঁজ দুই কিশোরীর নাম তানজিলা আক্তার ও সুমি আক্তার। এদের দুজনের বয়স ১৬ বছর। এদের মধ্যে তানজিলার বাড়ি রংপুরের তারাগঞ্জ এলাকায়। গত ১২ সেপ্টেম্বর তাকে পবা উপজেলার বায়ায় অবস্থিত রাজশাহী সরকারী সেফহোমে পাঠায় রংপুরের একটি আদালত। সুমির বাড়ি নীলফামারীর ডোমার এলাকায়। গত ২৯ আগস্ট নীলফামারীর একটি আদালতের নির্দেশে সুমিকে রাজশাহী সরকারী সেফহোমে পাঠানো হয়। লাইজু রাজ্জাক বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুত ছিল না। এ সময়ের মধ্যে তারা দুজন বাথরুমের ভেন্টিলেটরের গ্রিল ভেঙ্গে পালিয়ে গেছে। রাত ১০টার পর থেকে এলাকায় অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি। লাইজু আরও বলেন, সন্ধ্যায় মোবাইল ফোনে মায়ের সঙ্গে কথা বলানো হয় ওই দুই কিশোরীকে। তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তাদের মাকে বলা হয়েছিল। কারণ তাদের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানান তিনি। রাজশাহী নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং ওই দুই কিশোরীকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যেই রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।
×